Akota Micro Jobs Officials Page

Akota My Businesses Platform



কম্পানির অফিসের সরাসরি ম্যাপ লোকেশন দেখতে ব্যানারে ক্লিক দিন👇👇




Akota Micro Jobs এ একাউন্ট করার জন্য নিজের বাটনে ক্লিক দিন


ফ্রি ইউটিউব কোর্স দেখতে নিচের বাটনে ক্লিক দিন👇




কম্পানির পরিচিতি👇👇

একতা মাই বিজনেস প্লাটফর্ম।

বর্তমান নাম Akota Micro Jobs

ওয়েবসাইট লিংকঃ গুগলে সার্চ করুন Akota Micro Jobs

স্থাপিতঃ 11 September 2024

অফিসের ঠিকানাঃ Akota Training Center বেরাকুটি বাজার,ফুলবাড়ি কুড়িগ্রাম,রংপুর। 


কম্পানির লক্ষঃ চাকরি,ব্যাবসা বা লেখাপড়ার পাশাপাশি ফ্রি সময় কে কাজে লাগিয়ে নিম্ন পক্ষে ৩০০+ দৈনিক ইনকাম করা।

কম্পানির উদ্দেশ্যঃ অনলাইনে সকল প্রকার প্রতারণার ফাদ থেকে বের হয়ে এসে সৎ পরিশ্রম করে ১০ টাকা ইনকাম করলেও সেটা যেন পকেটে নিতে পারেন।


আমাদের কোম্পানিতে ২ ধরনের ইনকাম রয়েছে,

১/ একটিব ইনকাম,

২/প্যাচিব ইনকাম।


আমাদের কম্পানিতে ৫ ধরনের কাজ রয়েছে,

👉এডস মার্কেটিং

 👉নেটওয়ার্ক মার্কেটিং

👉সিপিএ মার্কেটিং

👉ডিজিটাল মার্কেটিং

👉সার্ভে এন্ড অফার


এই ৫ টি কাজের মধ্যে আবার অসংখ্য কাজ লুকায়িত আছে সেগুলো বিস্তারিত নিচে আলোচনা করা হলো।


    

   👉এডস মার্কেটিং👈


আসসালামু আলাইকুম,  সফল হওয়ার লক্ষে ওয়েব সাইট নিয়ে এডস মার্কেটিং এর কাজ করার জন্য একতা মাইক্রো জবে আমাদের একতা টিমে আসার জন্য আমন্ত্রণ রইলো।


👉এডস মার্কেটিং করতে কোনো রেফার করা লাগেনা। কারো কাছে যাওয়া লাগেনা একতা মাইক্রো জবেই এডস এর  ভিজিটের কাজ দিতে পারবেন আবার করতেও পারবেন।


👉মাত্র ৫০০ টাকা সার্ভার খরচ দিয়ে ওয়েব সাইট নিয়ে সাথে সাথেই ইনকাম শুরু করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আর কোনো টাকা পয়সা লাগবেনা। শুধু প্রতি মাসে ৫০ টাকা সার্ভার খরচ দিলেই হবে। আসলে এই টাকা টা হোস্ট কম্পানি কে দিতে হবে আমাদের ওয়েব সাইটটি তাদের সার্ভারে রাখার জন্য। তবে মাসে ২০,০০০ ইনকাম হলে ৫০ টাকা কোনো ব্যাপার না।


👉ওয়েব সাইট সম্পুর্ন মনিটাইজেশন করে দেওয়া হবে ভিজিটর ভিজিট করলেই বা আপনার ওয়েব সাইটে কেউ ডুকলেই আপনার নিশ্চিত ইনকাম হবে।


👉আপনার ইনকামের টাকা আপনার নিজস্ব এডস কম্পানির একাউন্টে যুক্ত হবে সেই টাকা আপনি আপনার ব্যাংক বা বিকাশ নগদে তুলে নিতে পারবেন মাসে দুইবার ১-২ তারিখ ও ১৬-১৭ তারিখ। 


👉কোনো টেনশন নাই আমাদের টিম রেডি আছে শুধু ওয়েব সাইট নেওয়া দেরি কিন্তু ইনকাম শুরু হতে দেরি হবেনা ইনশাআল্লাহ।


👉আমাদের টিমের সিস্টেম টি হচ্ছে আপনি ১০০/২০০/৩০০ জনের ওয়েব  সাইট ভিজিট করে দিবেন। তাদের এডস কম্পানির একাউন্টে তাদের টাকা যুক্ত হবে আবার ওই ১০০/২০০/৩০০ জন আপনার ওয়েব সাইটে ডুকে ভিজিট করে দিবে আপনারও নিশ্চিত ইনকাম আপনার এডস কম্পানির একাউন্টে যুক্ত হবে ইনশাআল্লাহ।


👉কি পরিমান ইনকাম হবে সেটা আমিও বলতে পারবোনা তবে আমার একাউন্টে যেভাবে জমা হয় সেই হিসেবে ১০০ জনে ভিজিট করলে নিম্ন ৩০০ টাকার মতো জমা হয় আার ২০০জনে ভিজিট করলে ৭০০+হতে পারে ৩০০ জনে ভিজিট করলে ১২০০ বা কিছু কমবেশি হতে পারে  তাও আবার একেক দিন একেক মতো কিন্তু লস হবেনা ইনশাআল্লাহ কারন এখানে কারো একটাকাও খরচ হচ্ছে না। শুধু সৎ পরিশ্রম করতে হবে।আর ইনকাম লাইফ টাইম করতে পারবেন কোনো টেনশন করতে হবেনা বা অন্য জায়গায় যাওয়া লাগবেনা।


✅মাস শেষে হিসেব করলে দেখা যায় ১০০ জনের কাজও যদি আপনি করেন আর ১০০ জন যদি আপনার সাইট ভিজিট করে প্রতিদিন তাহলে ইনকাম আসবে মিনিমাম ৯ হাজারে উপড়ে ইনশাআল্লাহ। তাই দেরি কেন এখনি এডস মার্কেটিং শুরু করে দিন কোনো রেফার লাগেনা।


👉নেটওয়ার্ক মার্কেটিং👈



অনলাইনে যত ধরনের ইনকাম রয়েছে তার মধ্যে সবচেয়ে মজার ইনকাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর ইনকাম যার কোনো লিমিট নেই😯 আনলিমিটেড।

ঘুমিয়ে থাকলেও ইনকাম, খাইতে গেলেও ইনকাম এমনকি আপনি মারা গেলেও ইনকাম চালু থাকে।যা আপনার ছেলেমেয়ে, নাতিপুতিরা সেই ইনকাম পাবে।এজন্যই নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি বেশির ভাগ মানুষ আসক্ত। নেটওয়ার্ক মার্কেটিং করে একতা মাইক্রো জবে কি পরিমাণ ইনকাম হতে পারে তা নিচে একটি লিস্ট দেয়া হলো।


একতা মাইক্রো জবে ভেরিফাই ফি মাত্র ১০০ টাকা।

ইনকাম ৫ জেনারেশন অটো ডিসভিশন।


উদাহরণ স্বরুপ👇👇


আপনি একজনকে রেফার করলেন ৪০ টাকা ইনকাম হইলো। 

সে আরেক জনকে রেফার করলে তার ৪০ টাকা হবে আর আপনার ২০ টাকা হবে ইনকাম।

আবার যার কাছ থেকে ২০ টাকা ইনকাম পেলেন মে কাউকে রেফার৷ করলে আপনি পাবেন ১০ টাকা।

আবার এই ১০ টাকা ইনকামকৃত ব্যাক্তি কাউকে রেফার করলে আপনি পাবেন ৫ টাকা। আবার এই ব্যাক্তি কাউকে রেফার করলে আপনি পাবেন ৩ টাকা। এভাবে ৫ জেনারেশন ইনকাম।


১০ টি রেফার থেকে কি পরিমাণ ইনকাম হতে পারে তার লিস্ট👇👇

১ম জেনারেশন ১০জন =   ৪০০ টাকা

২য় জেনারেশন ১০০জন= ২০০০ টাকা

৩য় জেনারেশন ১০০০জন= ১০,০০০ টাকা

৪র্থ জেনারেশন ১০,০০০জন= ৫০,০০০ টাকা

৫ম জেনারেশন ১০০,০০০জন= ৩০০,০০০ টাকা।


৫ জেনারেশন থেকে মোট ইনকাম ৩ লক্ষ ৬২ হাজার ৪০০ টাকা।

এই টার্গেটটি যদি আপনি ১বছরের মধ্যে পুরন করেন তবুও আপনার ইনকাম থাকবে মাসে ৩০,০০০ হাজার প্লাস।

আরো বাকি ইনকামগুলো তো আছেই❤️❤️

সামনে ২০ জেনারেশন পর্যন্ত ইনকাম দেওয়া হবে।

আর এগুলো কিভাবে করবেন সমস্ত কিছু আমাদের প্রতিদিন ট্রেনিং মিটিং এর মধ্যমে শিখানো হবে ইনশাআল্লাহ।



👉সিপিএ মার্কেটিং👈


আপনি একতা মাইক্রো জবের এডমিন টিমে যুক্ত হওয়ার সাথে সাথে। সিপিএ মার্কেটিং করার জন্য একাউন্ট তৈরি করে দেওয়া হবে যে এবং কিভাবে কাজ করে ইনকাম করবেন এবং সেই টাকা পকেটে ডুকানোর আগ পর্যন্ত আমরা আপনাকে সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ। 


আমাদের একতা মাইক্রো জবের টিমে জয়েন হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে নিচে দেওয়া হলো।

👉৫০০ টাকা প্রশিক্ষণ ফি দিয়ে ওয়েব সাইট নিতে হবে।

👉প্রতিদিন কাজ করতে হবে মিনিমাম ৩ ঘন্টা। আবার কাজ দিতেও হবে কিন্তু কাজ দেওয়ার জন্যও এক টাকা খরচ করতে হবেনা। কাজ করে আয়রনিং করবেন আরনিং এর টাকা দিয়ে আবার কাজ দিবে। মাজে এডস কম্পানিতে ইনকাম টা হয়ে যাবে।

 👉প্রতি মাসে ওয়েব সাইটের সার্ভার খরচ ৫০ টাকা করে দিতে হবে।

👉প্রতিদিন মিটিং এ জয়েন থাকতে হবে। বেশি সমস্যা হলে ভিন্ন কথা।


তাছাড়া কোনো বাড়তি শর্ত নেই যেগুলো পুরন করা সম্ভব না। একদম সহজ শর্তেই আমাদের সাথে লাইফ টাইম ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ।


Updating............

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url